
ভুরুলিয়া চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু।
আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশাসন গ্রামে পারিবারিক কলহে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে, গত ০৭/০৩/২০২৫ইং রোজ শুক্রবার দুপুর ৩ টার দিকে যৌথ সম্পত্তির পুকুরের মাছ বিক্রির টাকা আপন চাচা রুহুল আমিন গাজীর কাছে অন্য ভাগীদাররা টাকার হিসাব চাওয়া নিয়ে এক পর্যায়ে মারামারি শুরু হয়। ছোট চাচা রুহুল আমিন গাজী…