ভুরুলিয়া চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু।


প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ণ
ভুরুলিয়া চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু।

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশাসন গ্রামে পারিবারিক কলহে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে, গত ০৭/০৩/২০২৫ইং রোজ শুক্রবার দুপুর ৩ টার দিকে যৌথ সম্পত্তির পুকুরের মাছ বিক্রির টাকা আপন চাচা রুহুল আমিন গাজীর কাছে অন্য ভাগীদাররা টাকার হিসাব চাওয়া নিয়ে এক পর্যায়ে মারামারি শুরু হয়। ছোট চাচা রুহুল আমিন গাজী (৬০) বাড়ি থেকে বাঁশ এনে অচামকা ভাইপো ইউনুস (৪০) এর মাথায় সজোরে বাড়ি মারে রোজাদার অবস্থায় ইউনুস গাজীর মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত তাকে নিকটস্থ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস গাজী ইন্তেকাল করেন।

নিহতের ভাই খোকন গাজী বলেন,আমার চাচা রুহুল আমিন পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।