আশাশুনি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ নজরুল ইসলামের যোগদান।


প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
আশাশুনি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ নজরুল ইসলামের যোগদান।

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম যোগদান করেছেন। বৃহস্পতিবার(৬মার্চ) তাঁর যোগদান উপলক্ষে সংবর্ধনা সভা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে কলেজের বিএনসিসি দল নবাগত অধ্যক্ষকে গার্ড অব অনার প্রদান করেন। পরে শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছহিল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। প্রভাষক জাকির হোসেন ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম,ভাইস প্রিন্সিপাল প্রফেসর মুনতাছির বিল্লাহ,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব কুমার,ভাইস প্রিন্সিপাল প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল,ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মোস্তাহাবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের কলেজের শিক্ষকমন্ডলী নবাগত অধ্যক্ষকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেন।