আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

জাতীয় ঝিনুক সংবাদ স্থানীয়
Spread the love

স্টাফ রিপোর্টার, রেডিও ঝিনুক

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে সময়সূচি ঘোষণা করেছিলেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, “কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন বলেও জোর দিয়ে বলেন তিনি।

বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদ চূড়ান্ত বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট ড. আলী রিয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার জুলাই সনদের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

প্রেস সচিব জানান, বৈঠকগুলো খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে নিজেদের উদ্বেগ ও প্রত্যাশার কথা ব্যক্ত করেছে।

এছাড়া, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের বিষয় আলোচনায় উঠে আসে। দুর্গাপূজাকে ঘিরে কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজন হলে তাঁকে বিদেশে পাঠানোরও ব্যবস্থা করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *