শ্যামনগরে জনতা ব্যাংকের আমানত সংগ্রহ ও হিসাব খোলার ক্যাম্পেইন অনুষ্ঠিত।


প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
শ্যামনগরে জনতা ব্যাংকের আমানত সংগ্রহ ও হিসাব খোলার ক্যাম্পেইন অনুষ্ঠিত।

জামাল বাদশা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে জনতা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আমানত সংগ্রহ ও হিসাব খোলার ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর পৌরসভা প্রাঙ্গণে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

 

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহোদয়ের নির্দেশনায় ১০০ দিনের বিশেষ এই কর্মসূচির সভাপতিত্ব করেন শেখ শামীম হোসেন। পরিচালনা করেন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আমজাদ হোসেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি সাতক্ষীরা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. রুকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পলাশ কুমার, সমীর কুমার ঘোষ, আবদুল্লাহু আল সারাহ সিদ্দিকী, মো. আশরাফুল আলম, মো. আসানুল্লাহ, সিবিএ নেতা মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. আজিবার রহমানসহ ব্যাংক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে জনতা ব্যাংকের বিভিন্ন সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় এবং নতুন গ্রাহকদের জন্য হিসাব খোলার সুযোগ তৈরি করা হয়।