
কালবৈশাখির চোখরাঙানি উপেক্ষা করে বাংলার মাঠজুড়ে সোনালি ধান কাটার উৎসব
সংবাদ প্রতিবেদন | রেডিও ঝিনুক বাংলার মাঠজুড়ে এখন চলছে এক সোনালি উৎসব। আকাশে মেঘের আনাগোনা, হঠাৎ করে কালবৈশাখির চোখরাঙানি—তবুও থেমে নেই কৃষকের প্রাণপণ পরিশ্রম। বোরো ধান ঘরে তুলতে মাঠে চলছে রীতিমতো যুদ্ধ। কৃষকরা বলছেন, ধান এখনও সম্পূর্ণ পরিপক্ক না হলেও প্রকৃতির অনিশ্চয়তা মাথায় রেখে তারা সময়ের আগে ধান কাটতে বাধ্য হচ্ছেন। এক পশলা বৃষ্টি বা…