PathokBarta Logo
Feature Image

ঝিনাইদহে কৈশোর কর্মসূচির মেলা অনুষ্ঠিত: ক্রীড়া, সংস্কৃতি ও সাইকেল র‍্যালিতে অংশ নেয় শতাধিক কিশোর-কিশোরী

স্টাফ রিপোর্টাস,রেডিও ঝিনুক

“কৈশোর কর্মসূচি—মেধা ও মননে সুন্দর আগামী” প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও সৃজনী ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিনাইদহ সদর উপজেলার আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো “কৈশোর মেলা ২০২৫”।

দিনব্যাপী এ আয়োজনে ছিল মেরাথন দৌড়, সাইকেল র‍্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব সোহেলী পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত সম্পাদক জনাবা সুদীপ্তা চন্দনা এবং ঝিনাইদহ সদর উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মোঃ আব্দুল বারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈশোর কর্মসূচির ফোকাল পারসন জনাব মোঃ রাসেল হোসেন।

আয়োজকরা জানান, কৈশোর কর্মসূচির মাধ্যমে কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশ, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি সারাদেশেই বাস্তবায়ন হচ্ছে।

তারিখ: ১৭ মে ২০২৫ | সময়: ১২:০৬