PathokBarta Logo
Feature Image

২২ শটের টাইব্রেকারের পর টসভাগ্যে কপাল পুড়ল বাংলাদেশের

স্পোর্টস

দুই দলের প্রত্যেক ফুটবলার শট নিলেন টাইব্রেকারে। সবাই খুঁজে পেয়েছেন জালের দেখা।
তাই চ্যাম্পিয়ন দল বেঁছে নিতে টসের আশ্রয় নিতে হয়েছে রেফারিকে। যেখানে কপাল পুড়েছে বাংলাদেশের। ২২ শটের টাইব্রেকারের পর টসভাগ্যে জিতে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ১-১ ব্যবধানের সমতায় ছিল দুই দল।

তারিখ: ০৮ ফেব্রু ২০২৪ | সময়: ১৫:০২