ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এডভোকেসি সভা অনুষ্ঠিত

মানবপাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ের সমন্বিত কার্যক্রম আরও কার্যকর করতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এডভোকেসি সভা।
১৩ মে ২০২৫, মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে রূপান্তর, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি রাজিয়া আক্তার চৌধুরী। স্বাগত বক্তব্যে তিনি জনপ্রতিনিধিদের নিজ নিজ ইউনিয়নে মানবপাচার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং এই সমস্যা প্রতিরোধে সকলে মিলে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আশ্বাস প্রকল্পের যশোর ক্লাস্টারের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মকৌশল ও কার্যক্রম তুলে ধরেন এবং দুটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি ‘প্রেরণার আলোক শিখা’ ও ‘আগুন পাখি’ প্রদর্শন করেন।

সভাটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলার প্রোগ্রাম অফিসার মোঃ আল-মামুন।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক উপপরিচালক মুন্সী ফিরোজা সুলতানা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর অনন্যা বিশ্বাস, সিটিআইপি এক্টিভিস্ট মেহেদি হাসান এবং মানবপাচার প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊