কালীগঞ্জে কিশোরী উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩, আটক ৪

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক কিশোরীকে উদ্ধারে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (৫ মে) বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—যশোর কোতোয়ালি থানার এএসআই তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০–৭০ জনকে আসামি করে মামলা দায়ের করে। ঘটনার পরপরই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন—বাকুলিয়া গ্রামের মোকলেচুর রহমান (৫০), সাগর হোসেন (২৬), মো. আল মামুন (৩২) ও তরিকুল ইসলাম মিন্টু (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভাইরার ছেলে সুজন হোসেন সম্প্রতি যশোর থেকে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করেন। এ ঘটনায় কিশোরীর পরিবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরের পর যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কিশোরীকে উদ্ধারে বাকুলিয়া গ্রামে যায়।

বিকেলে ইমাদুলের বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় নারী-পুরুষদের একটি দল পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, “যশোর কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা আমাদের সহযোগিতায় কিশোরী উদ্ধারে গেলে তারা হামলার শিকার হন। মামলার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊