বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার নির্বাচন: তফসিল ঘোষণা


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার নির্বাচন: তফসিল ঘোষণা

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ঝিনাইদহ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকাল ৪টায় ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ঝিনাইদহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মুশতাক আহমদ।

তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রম নিম্নরূপ:

১. তফসিল ঘোষণা: ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, সকাল ১০টা
২. ভোটার তালিকা প্রকাশ: ৩ মে ২০২৫, শনিবার, সকাল ১০টা
৩. নমিনেশন ফরম বিক্রি: ৫ ও ৬ মে ২০২৫, সোমবার ও মঙ্গলবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা
৪. মনোনয়ন পত্র জমা: ১০ মে ২০২৫, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা
৫. মনোনয়ন পত্র প্রত্যাহার: ১১ মে ২০২৫, রবিবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা
৬. মনোনয়ন যাচাই-বাছাই: ১২ মে ২০২৫, সোমবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা
৭. চূড়ান্ত মনোনয়ন প্রকাশ: ১৩ মে ২০২৫, সোমবার, সকাল ১০টা
৮. আপিলের শেষ সময়: ১৪ মে ২০২৫, সোমবার, দুপুর ১২টা পর্যন্ত
৯. নির্বাচনের দিন: ১৭ মে ২০২৫, শনিবার, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত

উল্লেখ্য, আসন্ন এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে প্রার্থীরা ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ।