ঝিনাইদহে ৮ দফা দাবিতে এটিআই শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচ

ইমন আলী, সদর | রেডিও ঝিনুক 

ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিশ্চিতসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা ১০ দিন ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে একাডেমিক ভবনের সামনে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

দাবিসমূহের মধ্যে রয়েছে—ডিপ্লোমা কৃষি শিক্ষার মানোন্নয়ন, ডিএই (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) থেকে ইনস্টিটিউটগুলোকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আনা, শিক্ষক সংকট নিরসন, এবং দেশের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

সপ্তম পর্বের শিক্ষার্থী মোঃ শুভ বলেন, “আমাদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে। কৃষি নির্ভর এই দেশে ডিপ্লোমা কৃষিবিদদের যদি উচ্চশিক্ষার সুযোগ না দেওয়া হয়, তাহলে তারা কৃষি ও কৃষকের উন্নয়নে কীভাবে ভূমিকা রাখবে?”

আরেক শিক্ষার্থী জানান, “দীর্ঘদিন ধরে বিষয়ভিত্তিক কোনো স্যার নেই। একজন স্যারকে একাধিক বিষয়ের ক্লাস নিতে হয়, ফলে আমরা ভালোভাবে কিছুই শিখতে পারি না। বিষয়টি নিয়ে একাধিকবার অধ্যক্ষ স্যারকে জানানো হলেও ফল মেলেনি।”

অধ্যক্ষের ভাষ্যমতে, “শিক্ষার্থীদের কিছু দাবি যৌক্তিক হলেও কিছু দাবি আমাদের এখতিয়ারভুক্ত নয়। আমরা তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।”

উল্লেখ্য, গত ৬ এপ্রিল থেকে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’-এর ব্যানারে সারাদেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊