ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও সমাবেশ


আল-আমীন | সদর প্রতিনিধি

ফিলিস্তিনে চলমান বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় ‘ঝিনাইদহবাসী’ ব্যানারে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন ঝিনাইদহ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন, কেসি কলেজের প্রভাষক আলমগীর হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিক হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।


সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনে যেভাবে নারী-শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে তা মানবতার ইতিহাসে এক কালো অধ্যায়। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের নিরবতার কারণেই ইসরাইল আরও আগ্রাসী হয়ে উঠেছে। এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি।”

তারা আরও বলেন, “ইসরাইলি পণ্য বর্জন করতে হবে। শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে আমরা ফিলিস্তিনের জনগণের পাশে আছি।”

সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊