ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

তারিকুল ইসলাম | ইবি প্রতিনিধি
সোমবার, ৭ এপ্রিল বেলা সাড়ে ১১টায় ‘গ্লোবাল স্ট্রাইক’ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা ক্যাম্পাসের আশপাশের সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, “ফ্রি ফ্রি প্যালেস্টাইন”, “দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো”, “বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে”, “ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন সমগ্র এলাকা।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট।

বক্তারা বলেন, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও অমানবিক হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েল এবং নেতানিয়াহু সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

তারা আরও বলেন, শুধু গাজাবাসী নয়, আজ পুরো বিশ্বমানবতা ইসরায়েলি আগ্রাসনের শিকার। যারা সর্বত্র মানবতার কথা বলেন, তারা ফিলিস্তিনের ইস্যুতে নীরব ভূমিকা পালন করছেন। আমরা এই নীরবতা ভাঙতে চাই। নিপীড়িত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যে কোনো মূল্যে ফিলিস্তিনকে দখলদারদের কবল থেকে মুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊