রেডিও ঝিনুক ৯৯.২ এফএম ঝিনাইদহ জেলা কেন্দ্রিক একটি কমিউনিটি রেডিও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রাণলয় ও বাংলাদেশ টেলি কমিশন নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) লাইসেন্স নং : ০৯ অনুমোদন লাভের পর বিগত ২০ নভেম্বর ২০১১ তারিখ হতে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। পরবতীর্তে বিগত ১৭ জুলাই ২০১২ তারিখে রেডিও ঝিনুক আনুষ্ঠানিক সম্প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব খাজা আব্দুল হান্নান। ঝিনাইদহ সদর,শৈলকুপা, হরিনাকুন্ডু,কালীগঞ্জ,কেঁাটচাঁদপুর উপজেলার পুরা অংশ। এছাড়া মহেশপুর উপজেলা, মাগুরা, কুষ্টিয়া ও যশোর জেলার আংশিক অংশ স¤প্রচার এলাকার মধ্যে অšর্Íভূক্ত । এছাড়া অন লাইনের মাধ্যমে রেডিও ঝিনুক বাংলাদেশসহ সারা বিশ্ব ২৪ ঘন্টা অনুষ্ঠান শুনতে পারে। রেডিও ঝিনুক —এর উদ্যোক্তা সংস্থা সৃজনী বাংলাদেশ,পবহাটী, ঝিনাইদহ। এটি একটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান। ঋণ দান কর্মসূচী, সৌরবিদুৎ প্রকল্প, শিক্ষা, মিডিয়া ভিত্তিক তথ্য প্রদান,স্বাস্থ্য সেবা,নারী উন্নয়ন এবং জেন্ডার সমতা, গণসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে ১৯৮৬ সাল থেকে সারা বাংলাদেশে ৫০ টি জেলায় সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করছে।