শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে কিউএনএস  একাডেমীর উদ্যোগে কম্পিউটার প্রদান

হুসাইন বিন আফতাব, শ্যামনগর থেকে:

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান কিউএনএস একাডেমী ও টিভি ওয়ান ইউকে এর পরিচালক শায়খ ড. আব্দুস সালাম আযাদীর ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে একটি কম্পিউটার প্রদান করা হয়েছে।

২৩ মার্চ ( রবিবার) বেলা ১১ টায় প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে আধুনিক মানের ১টি কম্পিউটার সহ আনুষঙ্গিক সকল সরঞ্জামদী প্রদান করা হয়। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খ ড. আব্দুস সালাম আযাদীর সহোদর ভাই বীকন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ গোলাম সরোয়ার (সাবেক সেনা সদস্য), ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক আব্দুস সামাদ আযাদ, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব ছামিউল ইমাম আযম (মনির), সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব শেখ আফজালুর রহমান, সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম সাঈদ, সাবেক সেক্রেটারী আনিসুর রহমান সুমন, এস, এম, মিজানুর রহমান ও আলমগীর হায়দার প্রমূখ। সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে মরহুম আলহাজ্ব সাবিলুর রহমানের বড় পুত্র লন্ডন প্রবাসী শায়েখ ড.আব্দুস সালাম আযাদী বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর উপকূলীয় এলাকায় সর্ববৃহৎ সাংবাদিকদের প্রতিষ্ঠান শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের কম্পিউটার অপূর্ণতার বিষয়টি অবগত হন। তারই ফলশ্রুতিতে তিনি কম্পিউটার টি প্রদান করায় সংবাদ প্রেরণ বা সংগ্রহ করা সহ উহা অনেক উপকারে আসবে। এ ধরনের সহায়তায় প্রেস ক্লাবের পক্ষ থেকে কর্তৃপক্ষ কে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊