আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা।

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি: “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্যে নওগঁার আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা হয়েছে।

দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার ২ মার্চ সকালে বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। উপজেলা সহকারি নির্বাচন অফিসার এমরান হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম। অন্যদের মধ্যে পঁাচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্দী অফিসার পিএম কামরুজ্জামান, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম জানান, ভোটার হালনাগাদ করণে নতুন নিবন্ধনকৃত ভোটারের মধ্যে পুরুষ ৩ হাজার ১’শ চার এবং মহিলা ৪ হাজার ২’শ সাত জন। এছাড়া স্থানান্তরিত হয়েছে পুরুষ ১’শ ৪৫ এবং মহিলা ১’শ ৮৮ জন। ইতিপূর্বে উপজেলায় মোট ভোটার ছিলো ১ লাখ ৭৪ হাজার ৬’শ ২২ জন। যার মধ্যে পুরুষ ৮৯ হাজার ১’শ ৭ , মহিলা ৮৫ হাজার ৫’শ ১৩ এবং হিজরা ২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊