ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা

ইমন হাসান, স্টাফ রিপোর্টার, রেডিও ঝিনুক

মানবপাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ, সারভাইভারদের শনাক্তকরণ, সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রম জোরদারকরণ এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারীদের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের লক্ষ্যে ঝিনাইদহে এক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকাল ১১টায় কোটচাঁদপুর উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি কাজি আনিসুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন—উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, আশ্বাস প্রকল্প যশোর ক্লাস্টারের প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম বাবু, ঝিনাইদহ জেলার প্রোগ্রাম অফিসার মো. আল মামুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর অনন্যা বিশ্বাস, যশোর জেলা সিটিআইপি অ্যাক্টিভিস্ট গ্রুপের সিটিপ সদস্য মেঘলা আক্তার মেঘ, ঝিনাইদহ সিটিপ অ্যাক্টিভিস্ট ইমন হাসানসহ উপজেলা সিটিসি সদস্যবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও কাজি আনিসুল ইসলাম বলেন,
“মানবপাচার প্রতিরোধে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানবপাচার কী এবং কিভাবে ঘটে, তা পরিষ্কারভাবে জানা দরকার। অনেক সময় সারভাইভারদের নির্জন স্থানে আটকে রাখা হয়, তাই স্থানীয় পর্যায়ে সতর্কতা বাড়াতে পারলে সুফল আসবে।”

পরে আশ্বাস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম বাবু একটি প্রেজেন্টেশনের মাধ্যমে মানবপাচার প্রতিরোধে রেফারেল পাথওয়ে কীভাবে কাজ করবে তা উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।

এছাড়া আশ্বাস প্রকল্পের ঝিনাইদহ প্রোগ্রাম অফিসার মো. আল মামুন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, সফলতা ও অর্জন তুলে ধরেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং রূপান্তরের মাধ্যমে আশ্বাস প্রকল্পটি ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊