সৃজনী ফাউন্ডেশনে ১৯৬টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারী উন্নয়ন সংস্থা সৃজনী ফাউন্ডেশন সম্প্রতি ৮টি পদে মোট ১৯৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সৃজনী ফাউন্ডেশন ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এবং এনজিও বিষয়ক ব্যুরো নিবন্ধিত (নিবন্ধন নং: ৭৬৩) ও এমআরএ সনদপ্রাপ্ত (সনদ নং: ০০৬৭৫-১৯৪১-০০২৩৯) এ সংস্থাটি দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করে আসছে। বর্তমানে ২৫টি জেলায় তাদের কার্যক্রম রয়েছে।

সম্পূর্ণ সার্কুলারটি ডাউনলোড করতে ক্লিক করুন-

https://drive.google.com/file/d/1_pIW0Qt-0hzhkSxDkNs7NpKYz2un0azP/view?usp=drive_link

নিয়োগের পদ সংখ্যা

👉 রিজিওনাল ম্যানেজার১২ জন
👉 এরিয়া ম্যানেজার২০ জন
👉 ফাইন্যান্স অফিসার০৩ জন
👉 প্রশাসনিক কর্মকর্তা০৪ জন
👉 শাখা ব্যবস্থাপক৫০ জন
👉 এম.আই.এস অফিসার০৩ জন
👉 ট্রেইনার০৪ জন
👉 ক্রেডিট অফিসার১০০ জন

যোগ্যতা শর্তাবলী

  • সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
  • ক্ষুদ্রঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা (পদভেদে ৩-৫ বছর)।
  • বয়সসীমা পদভেদে সর্বোচ্চ ৩২ থেকে ৪৫ বছর।
  • ৫ ও ৮ নং পদে প্রার্থীদের বাইসাইকেল/মোটরসাইকেল থাকতে হবে।

বেতনভাতা সুবিধাদি

  • শিক্ষানবীশকাল (৬-১২ মাস) শেষে স্থায়ী নিয়োগ।
  • মাসিক বেতন: ২৮,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত (পদভেদে)
  • বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, লাঞ্চ ভাতা, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা।
  • স্টাফদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি।
  • আবাসিক সুবিধা ও কল্যাণ তহবিল হতে সহায়তা।

আবেদন প্রক্রিয়া

📌 আবেদন শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫
📌 আবেদন পাঠাতে হবে:
নির্বাহী পরিচালক, সৃজনী ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পবহাটি সড়ক, ঝিনাইদহ সদর৭৩০০।
📧 অনলাইনে আবেদন: Srizonyad@gmail.com

আবেদনের সঙ্গে জমা দিতে হবে – হাতে লেখা আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত সনদ ও অভিজ্ঞতার কপি।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • নির্বাচিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
  • প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের Foundation Training এ অংশ নিতে হবে।
  • কোনো প্রকার প্ররোচনা বা তথ্য গোপন করলে প্রার্থীর আবেদন বাতিল করা হবে।

উন্নয়ন সংস্থায় ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য এটি বড় সুযোগ।

সম্পূর্ণ সার্কুলারটি ডাউনলোড করতে ক্লিক করুন-

https://drive.google.com/file/d/1_pIW0Qt-0hzhkSxDkNs7NpKYz2un0azP/view?usp=drive_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊