বেসরকারী উন্নয়ন সংস্থা সৃজনী ফাউন্ডেশন সম্প্রতি ৮টি পদে মোট ১৯৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সৃজনী ফাউন্ডেশন ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এবং এনজিও বিষয়ক ব্যুরো নিবন্ধিত (নিবন্ধন নং: ৭৬৩) ও এমআরএ সনদপ্রাপ্ত (সনদ নং: ০০৬৭৫-১৯৪১-০০২৩৯) এ সংস্থাটি দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করে আসছে। বর্তমানে ২৫টি জেলায় তাদের কার্যক্রম রয়েছে।
সম্পূর্ণ সার্কুলারটি ডাউনলোড করতে ক্লিক করুন-
https://drive.google.com/file/d/1_pIW0Qt-0hzhkSxDkNs7NpKYz2un0azP/view?usp=drive_link
নিয়োগের পদ ও সংখ্যা
👉 রিজিওনাল ম্যানেজার – ১২ জন
👉 এরিয়া ম্যানেজার – ২০ জন
👉 ফাইন্যান্স অফিসার – ০৩ জন
👉 প্রশাসনিক কর্মকর্তা – ০৪ জন
👉 শাখা ব্যবস্থাপক – ৫০ জন
👉 এম.আই.এস অফিসার – ০৩ জন
👉 ট্রেইনার – ০৪ জন
👉 ক্রেডিট অফিসার – ১০০ জন
যোগ্যতা ও শর্তাবলী
- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
- ক্ষুদ্রঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা (পদভেদে ৩-৫ বছর)।
- বয়সসীমা পদভেদে সর্বোচ্চ ৩২ থেকে ৪৫ বছর।
- ৫ ও ৮ নং পদে প্রার্থীদের বাইসাইকেল/মোটরসাইকেল থাকতে হবে।
বেতন–ভাতা ও সুবিধাদি
- শিক্ষানবীশকাল (৬-১২ মাস) শেষে স্থায়ী নিয়োগ।
- মাসিক বেতন: ২৮,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত (পদভেদে)।
- বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, লাঞ্চ ভাতা, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা।
- স্টাফদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি।
- আবাসিক সুবিধা ও কল্যাণ তহবিল হতে সহায়তা।
আবেদন প্রক্রিয়া
📌 আবেদন শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫
📌 আবেদন পাঠাতে হবে:
নির্বাহী পরিচালক, সৃজনী ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পবহাটি সড়ক, ঝিনাইদহ সদর–৭৩০০।
📧 অনলাইনে আবেদন: Srizonyad@gmail.com
আবেদনের সঙ্গে জমা দিতে হবে – হাতে লেখা আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত সনদ ও অভিজ্ঞতার কপি।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- নির্বাচিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
- প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের Foundation Training এ অংশ নিতে হবে।
- কোনো প্রকার প্ররোচনা বা তথ্য গোপন করলে প্রার্থীর আবেদন বাতিল করা হবে।
উন্নয়ন সংস্থায় ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য এটি বড় সুযোগ।
সম্পূর্ণ সার্কুলারটি ডাউনলোড করতে ক্লিক করুন-
https://drive.google.com/file/d/1_pIW0Qt-0hzhkSxDkNs7NpKYz2un0azP/view?usp=drive_link