ঝিনাইদহের মহেশপুরে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. তাছলিমা খাতুন অবসর গ্রহণ করলেন। আবেগঘন বিদায় সংবর্ধনায় অংশ নিলেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার, রেডিও ঝিনুক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৩৮ নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. তাছলিমা খাতুন ৩৮ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন। বৃহস্পতিবার (তারিখ দিন) বিকেলে তাঁর অবসর উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
বিদায় অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন তিনি। এসময় তাঁকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মোসা. তাছলিমা খাতুন ১৯৮৭ সালের ১ আগস্ট সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০০৫ সালের ২৪ এপ্রিল পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হন। অবসর গ্রহণ পর্যন্ত তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তুলেছেন।
বিদায়ী সংবর্ধনায় তিনি বলেন, “বিদায় অনেক কষ্টের। তবে আমার শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর এমন ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বিদ্যালয়ের প্রয়োজনে আমি সবসময় পাশে থাকব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রসুল রতন, ইসতিয়াক আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধি মাসুদুর রহমান খান, জিয়াউর রহমান, মো. শাহজালাল, জান মোহাম্মদ, মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম লিটন ও লায়লা আফরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন যাদবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম, প্রভাষক রকিবুল আলম, কওমী মাদ্রাসার প্রধান মাওলানা কামরুজ্জামান, ডি.পি.জি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম শাওন, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জহর আলী প্রমুখ।
এছাড়াও যাদবপুর ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ এবং প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন