স্টাফ রিপোর্টাস
ঝিনাইদহে এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে ঝিনাইদহ পৌর শাখা ইসলামী ছাত্র শিবির এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মাদ কামরুজ্জামান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. আলী আযম মোহাম্মদ আবু বক্কর, ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাসুদ রানা পারভেজসহ সংশ্লিষ্টরা।
আগত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা বলেন, “সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের পথপ্রদর্শক। তোমাদের সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে।”
#ঝিনাইদহ #শিক্ষার্থী #সংবর্ধনা #জিপিএ৫ #এপ্লাস #সম্মাননা #কৃতি_শিক্ষার্থী #News #Jhinaidah #Radiojhenuk #রেডিওঝিনুক