স্টাফ রিপোর্টার, রেডিও ঝিনুক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক মাসের ব্যবধানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বারবার ভেঙে নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রজেক্টর, ল্যাপটপ, মাইক সেট, প্রিন্টার, এমনকি পিতলের ঘণ্টা পর্যন্ত। এতে যেমন ব্যাহত হচ্ছে শ্রেণিকক্ষে পাঠদান, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ।
গত শনিবার গভীর রাতে চুরি হয় কালীগঞ্জের বারবাজার ইউনিয়নের ৯৮ নম্বর মহিষাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
চোরেরা প্রধান শিক্ষকের কক্ষের তালা ও আলমারি ভেঙে নিয়ে যায় প্রজেক্টর, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম।
পরদিন সকালে সহকারী শিক্ষক গীতা রানী বিদ্যালয়ে এসে চুরির ঘটনা প্রথম দেখেন এবং থানায় লিখিত অভিযোগ দেন। তবে এখনও জিনিসপত্র উদ্ধার হয়নি বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গত ২৫ মে দিনে-দুপুরে চুরি হয় মালিয়াট ইউনিয়নের শশারপাড়া ভিটেখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ভুক্তভোগী প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, শিক্ষকরা ক্লাসে ব্যস্ত থাকার সময় সুযোগ বুঝে চোরেরা অফিস কক্ষ থেকে ল্যাপটপটি সরিয়ে নেয়।
এ ঘটনাতেও থানায় অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
এরও আগে, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ছুটির সময়ে চুরি হয় কোলা ইউনিয়নের খড়িকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
চোরেরা নগদ অর্থসহ নিয়ে যায় ল্যাপটপ, প্রজেক্টর, মডেম, রাইস কুকার, এমনকি জানালার পর্দা পর্যন্ত।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছাদুর রহমান অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন—“পরপর তিন বিদ্যালয়ে চুরির ঘটনায় পাঠদান ও সরকারি কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা বিষয়টি ৩০ জুন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করেছি।”
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, যিনি সদ্য দায়িত্ব নিয়েছেন, বলেন—“চুরির ঘটনাগুলো তদন্ত করে চোরচক্রকে শনাক্ত ও আটক করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম জানান—“চুরির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তারা বলছেন—যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।
#ঝিনাইদহ #কালীগঞ্জ #প্রাথমিকবিদ্যালয় #স্কুলচুরি #শিক্ষাব্যবস্থা #SchoolTheft #GovtSchool #প্রজেক্টরচুরি #ল্যাপটপচুরি #জিনিসপত্রউদ্ধার
আপনার মতামত লিখুন :