শ্যামনগরে পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৫, ৭:০৮ পূর্বাহ্ণ
শ্যামনগরে পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চোরাই ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিররুল ইসলামের দিকনির্দেশনায় ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন করিব মোল্লার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

গত ২৭ মার্চ বিকেল ৪টা ১০ মিনিটে শ্যামনগর থানাধীন গাবুরা গ্রামের মোস্তাফিজুর রহমান নান্নুর বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয় এবং চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

 

সালাউদ্দিন গাজী (৩৮), কালিগঞ্জের কাঁকশিয়ালী গ্রামের বাসিন্দা।

মো. আবু বক্কর সিদ্দিক গাজী (৫৫), চিংড়িখালী গ্রামের বাসিন্দা।

মোস্তাফিজুর রহমান নান্নু (৩৫), গাবুরা গ্রামের বাসিন্দা।

মো. আতিকুর রহমান সাজু (৩৮), গাবুরা গ্রামের বাসিন্দা।

মো. শাহাজাহান গাজী (৩৫), সোরা গ্রামের বাসিন্দা।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করত। তাদের বিরুদ্ধে একাধিক চুরি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

 

আসামিদের বিরুদ্ধে শ্যামনগর থানায় ২৮ মার্চ মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোর চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।