ধোবাউড়ায় চার শহীদের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিলো যুগ্মসদস্য সচিব সাইফুল্লাহ 


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
ধোবাউড়ায় চার শহীদের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিলো যুগ্মসদস্য সচিব সাইফুল্লাহ 

ধোবাউড়া ( ময়মনসিংহ ) সংবাদদাতা: আমিরুল ইসলাম জয়

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাসিনা সরকারকে উৎখাত করতে যারা শহীদ হয়েছেন তারা আমাদের গর্ব বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা সাইফুল্লাহ

 

শুক্রবার জুম্মা নামাজের পর থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে ধোবাউড়ায় জুলাই আন্দোলনের নিহত চার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছে। এ সময় তিনি নিহতদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন আরো বলেন আমরা আপনাদের সব সময় পাশে থাকবো যে কোন সমস্যা আমাদের কাছে বলবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ।

এছাড়াও বলেন আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে যেন এই দেশে আর কোন ফ্যাসিস্ট জন্ম না নেয়। এই সময় শহীদ শাজাহানের মা সাজেদা খাতুন কান্না দ্রুত কণ্ঠে বলে আমাদের সংসারে উপার্জনের জন্য একমাত্র শাহজাহান ছিল আর আমার ছোট একটা মেয়ে আছে। আমাদের কোন জায়গা জমি নেই অন্যের বাড়িতে থাকি।সরকারের কাছে চাওয়া যেন আমাদের একটা বসবাস করার জন্য একটা জায়গা করে দেন।

শহীদ মাজেদুল রহমানের পরিবার এবং সাদেকুর রহমান ও শহীদ সোহেল পরিবার একই কষ্টের কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কাছে

জানান।

এই সময় নেতারা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলেন শহীদ এবং আহত পরিবারের খোঁজখবর সহ বেশি করে যেন আর্থিক সহযোগিতা করা হয়।