বদর দিবস উপলক্ষে নূরনগর জামায়াত ইসলামী উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।


প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ২:০৭ অপরাহ্ণ
বদর দিবস উপলক্ষে নূরনগর জামায়াত ইসলামী উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর দূরমুজখালী জামায়াত ইসলামী আয়োজনে বদর দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮মার্চ)বিকাল ৫ টায় আসরের নামাজের পরপরই জামায়াতে ইসলামী আয়োজনে দূরমুজখালী উত্তরপাড়া সরদার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে ৯ নং ওয়ার্ড পর্যায়ের জামায়াত ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী বৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের এর মাধ্যমে ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ডের সেক্রেটারি মাসুম বিল্লাহ এর পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা। এ সময় তিনি বলেন

একদিকে আল্লাহর নবির সঙ্গে মাত্র ৩১৩ জন মুজাহিদ। তারা প্রায় নিরস্ত্র। অপর পক্ষে অবিশ্বাসীদের নেতা আবু জাহেলের নেতৃত্বে এক হাজার প্রশিক্ষিত সৈন্যের সুসজ্জিত বাহিনী। এ যুদ্ধে মানুষের ধারণাপ্রসূত সব ধরনের চিন্তা ও উপলব্ধির বাইরে গিয়ে আল্লাহতায়ালা অস্ত্রশস্ত্রহীন ইমানদারের অতিক্ষুদ্র দলটিকে বিজয় দান করেন। সেদিন বদরের প্রান্তরে ইমান ও কুফর, ন্যায় ও অন্যায়ের এক নতুন ইতিহাস রচিত হয়, যা শত শত বছর ধরে এক আল্লাহতে বিশ্বাসী মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। মুসলমানরা বিশ্বাস করেন, জয়-পরাজয় আল্লাহর হাতে। সম্মান ও অপমান আল্লাহর হাতে। এ বিশ্বাস ও চেতনা লালন করে পৃথিবীর যে প্রান্তে যখনই মুসলমানরা অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তারা সংখ্যায় বা উপকরণে কম হলেও আল্লাহ তাদের বিজয় দান করেছেন।

প্রতিবছর ১৭ রমজান এলেই বিশ্ব মুসলিম শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে বদরের বিজয়কে স্মরণ করে। বদরের শহিদদের স্মরণ করে বিশেষ সম্মানে। আসুন! আজকের দিনে ইসলামের শান্তি, সম্প্রীতি, সাম্য ও মৈত্রীর আলোকে অশান্ত পৃথিবীকে নতুন করে সাজানোর ইমানদীপ্ত শপথ গ্রহণ করি!

 

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার, সূরা ও ইউনিট সদস্য মাওঃ আব্দুল মজিদ। ৪ নং নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী নায়েবে আমির মজিবুর রহমান, সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু,প্রচার ও মিডিয়ার সম্পাদক ফারুক হোসেন,ইউনিয়ন জামায়াতের পেশাজীবের সংগঠনের সেক্রেটারির রাশিদুল ইসলাম,৯ নং ওয়ার্ডের আমির গাজী আশরাফুল আলম,সেক্রেটারি আমিনুর রহমান, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি হাসানুল বান্না, সহ-সভাপতি শরিফুল ইসলাম,সেক্রেটারি রাজু আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুর আলম, সেক্রেটারি গাজী আশরাফ আলী।৯ নং সভাপতি বাপ্পি,সহ-সভাপতি ইব্রাহিম খলিল,দূরমুজখালী উত্তরপাড়া সরদার বাড়ী জামে মসজিদের ইমাম মৌলবী আলফাত হোসেন,ইউনিয়ন মিডিয়া প্রতিনিধি আবু হাসান ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকার মুসল্লী বিন্দু উপস্থিত ছিলেন।