আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর উত্তর হাজীপুর বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে আজ (১৭ মার্চ) বিকাল ৫:৩০ মিনিটে প্রয়াত জাকির হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ, আলেম-ওলামায়ে কেরাম, পবিত্র কুরআনের হাফেজ শিক্ষার্থীসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারী আব্দুল জলিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন মন্টু, নূরনগর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি আবু হাসান, সহকারী সেক্রেটারি রহমাতুল্য হালদার, ৪ নং ওয়ার্ড যুব বিভাগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি মুনির হোসেন, সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল আলামিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও মাস্টার গোলাম কাদের কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত জাকির হোসেনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :