বিএনপি আরো অনেক আগে ৩১ দফা দিয়ে সংস্কারের পথ দেখিয়েছে ।

মো: মিজানুর রহমান ( কিশোরগঞ্জ) নীলফামারী, প্রতিনিধিঃ সংস্কারের নামে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে তার সুফল তারা কখনই বয়ে নিয়ে আসতে পারবে না। বিএনপি আরো অনেক আগে ৩১ দফা দিয়ে সংস্কারের পথ দেখিয়েছে। নিবার্চন নিয়ে কালক্ষেপণ হলে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনা সেই সুযোগ নিয়ে আমাদের সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করবে।

 

৭ মার্চ নীলফামারীর কিশোরগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিল ও মত বিনিময় সভায় বিএনপির কেদ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না গণমাধ্যম কমর্ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাসান তনার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারকে হটাতে বিএনপি ও জিয়া পরিবার সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। বেগম খালেদা জিয়া কোন নিবার্চনে হারেননি। শেখ হাসিনা কিন্তু সাদেক হোসেন খোকার কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরেছে। জনগণ তাদের চায় না বলে তারা দিনের ভোট রাতে করেছে। এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ্ আল মামুন। এতে আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজল কাদির, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট ম্যাডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊