সুপেয় পানি নিশ্চিত করা এবং সরকারী পুকুর ও খাল উন্মুক্ত করণে র‍্যালী ও মানববন্ধন।

মোঃ হারুন উর রশীদ(কালিগঞ্জ, সাতক্ষীরা) সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি সেবার আওতায় সুপের পানি নিশ্চিতকরণ, সরকারি পুকুর ও খাল উন্মুক্ত করার দাবীতে র‍্যালী ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার প্রধান প্রধান সড়কে র‍্যালী শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন থেকে উপজেলা বাসীর সুপেয় পানির সংকট ও কষ্ট লাঘব করতে সরকারি সেবার আওতায় সুপের পানি নিশ্চিতকরণের দাবী করা হয়। এলাকাভিত্তিক বড় বড় পুকুর/জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং খাস জমিতে মিঠা পানির আধার তৈরি করা সহ লবণাক্ত এলাকায় পানির প্লাণ্ট স্থাপনের মাধ্যমে সকল জনগোষ্ঠীর সুপেয় পানি নিশ্চিত করার আহবান জানানো হয়। এছাড়া সরকারী পুকুর ও খাস খাল উন্মুক্ত করে জীব বৈচিত্র সংরক্ষণ, মাছের অবাধ প্রজনন ও বিচরণ ক্ষেত্র সংরক্ষন সহ উপজেলার সব শ্রেণি পেশার জনসাধারণের জন্য এ সমস্ত সরকারী সম্পদ সম্পর্তির সমান সুযোগ সুবিধা প্রদান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে এ সমস্ত সম্পদের পরিকল্পনা ভিত্তিক ব্যবহার নিশ্চিত এর দাবি জানানো হয়।

র‍্যালী ও মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলার সম্মনায়ক আমির হামজা, মারুফ হাসান, আবু ঈছা, হামিদুল ইসলাম, শেখ সাদী, আবু হুরায়রা, নাহিয়ান,তাফরিহা বিনতে সাইফুল্লাহ, সাদিয়া আফরোজ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊