শ্যামনগরে কিউএনএস একাডেমীর সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ।

জাতীয় মহেশপুর সারাদেশ
Spread the love

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে মরহুম আলহাজ্ব সাবিলুর রহমানের বড় পুত্র লন্ডন প্রবাসী শায়েখ ড.আব্দুস সালাম আজাদী নিজ বাড়িতে ২শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ ও বিধবা নারীদের পরিবারে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ মার্চ (রবিবার) সকাল ১০ টায় কিউএনএস একাডেমী লন্ডন এর আয়োজনে এবং লন্ডন প্রবাসী শায়েখ ড.আব্দুস সালাম আজাদীর ঐকান্তিক প্রচেষ্টায় ২ শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ ও বিধবা, রোজাদার ব্যক্তিদের/ পরিবারের প্রত্যেকের মধ্যে ১৫ কেজি চাল (মিনিকেট), ছোলা ২ কেজি, পেয়াজ ৩ কেজি, সয়াবিন তেল ২ লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি, ইসপি পাউডার ড্রিংক (আম/কমলা) ২টি প্যাকেট, চিনি ১ কেজি, মুড়ি ২ কেজি,

ডাল (মুসর) ১ কেজি, লবণ ১ কেজি প্যাকেজিং ও ডেলিভারিপ্যাকেজ হিসেবে বিতরণ করা হয়।সাহরী ও ইফতার সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম সরোয়ার, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। ভুক্তভোগীরা এ ধরনের সহায়তা পাওয়ায় কিউএনএস একাডেমী লন্ডন সংস্থা কে কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *