সন্দীপন শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল : ইসলামী সংস্কৃতি চর্চার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে অনুষ্ঠিত হলো ঢাকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সন্দীপন শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল। শুক্রবার (২০ রমজান) আয়োজিত এই মাহফিলে দেশবরেণ্য কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, সংগীতশিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশির দশকের বিশিষ্ট কবি সোলায়মান আহসান। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন সন্দীপন শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান এইচ এম সালাউদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার আবুল আলা মাসুম, গীতিকার, সুরকার ও শিল্পী মালেক আব্দুল লতিফ, সারেগামা একাডেমীর পরিচালক মাহফুজ বিল্লাহ শাহী, সংগীতজ্ঞ পারভেজ জুয়েল, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর আবৃত্তি ও উপস্থাপনা সম্পাদক আরিফ হোসাইন সবুজ, মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ডা. ইয়াকুব বিশ্বাস, সন্দীপন শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুস সালামসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের শিল্পী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

বক্তারা ইসলামী সংস্কৃতির প্রচার ও প্রসারের ওপর গুরুত্বারোপ করে বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে জাতিকে সুস্থ সংস্কৃতি উপহার দিতে হবে। সন্দীপন শিল্পীগোষ্ঠী সেই লক্ষ্য নিয়েই কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তারা সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সংগঠনের সদস্যদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সন্দীপন শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত পরিচালক ইয়াসির আরাফাত এবং সঞ্চালনায় ছিলেন সাবেক পরিচালক ঈসা ইবনে বেলাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊