স্টাফ রিপোর্টার, রেডিও ঝিনুক
“সবুজ সাজাই বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় চ্যানেল আই-এর সহযোগী সংগঠন প্রকৃতি ও জীবন ক্লাব ঝিনাইদহ জেলা শাখা ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আজ (বুধবার) সকাল ১০টায় ঝিনাইদহ শহরের চারু গৃহ শিশুসর্গ স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুগৃহ শিশুসর্গ স্কুলের পরিচালক জনাব আরিফিন অনু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব ঝিনাইদহ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা মণ্ডলীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকৃতি ও জীবন ক্লাবের নেতৃবৃন্দ জানান—
“শিশুদের গাছের গুরুত্ব বোঝানো এবং তাদেরকে সবুজায়নে উদ্বুদ্ধ করার জন্যই এ আয়োজন। অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা সন্তানদের গাছ রোপণে উৎসাহিত করুন এবং পরিচর্যায় সহায়তা করুন।”
অনুষ্ঠানে প্রতীকীভাবে একটি গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেন অতিথিরা। গাছ হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং বাড়িতে তা রোপণ ও যত্ন নেয়ার প্রতিশ্রুতি দেয়।
এদিকে উপস্থিত সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।