শৈলকূপায় মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ: “একটি বিচারবান্ধব বাংলাদেশ গড়তে চাই”


প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
শৈলকূপায় মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ: “একটি বিচারবান্ধব বাংলাদেশ গড়তে চাই”

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপায় আয়োজিত এক মতবিনিময় সভায় দেশের বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ।

শুক্রবার (০৯ মে) সন্ধ্যায় শৈলকূপার নতুন বাজার এলাকায় উপজেলা বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে হত্যা ও গুমের বিচার হবে, থাকবে না গায়েবি মামলা, দেশ হবে চাঁদাবাজিমুক্ত।”

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠার। আমরা সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

সভায় শৈলকূপা বণিক সমিতির নানা সমস্যা ও ব্যবসায়ীদের দাবিদাওয়া শোনেন অ্যাটর্নি জেনারেল এবং সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শৈলকূপা এসি ল্যান্ড এস এম সিরাজুস সালেহীন, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন বাবর ফিরোজ, ঝিনাইদহ জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বণিক সমিতির সভাপতি মো. আবু সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।