ব্রেকিং নিউজ :

শৈলকুপায় গড়াই নদীতে জেলের জালে ধরা পড়লো বিলুপ্তপ্রায় শুশুক


প্রকাশের সময় : জুলাই ২, ২০২৫, ৫:৪৪ পূর্বাহ্ণ | ৩০
শৈলকুপায় গড়াই নদীতে জেলের জালে ধরা পড়লো বিলুপ্তপ্রায় শুশুক

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদী থেকে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় ডলফিন প্রজাতির একটি শুশুক। মঙ্গলবার (১ জুলাই) বিকালে উপজেলার কাশিনাথপুর-মাজদিয়া এলাকার নদীর অংশে মাছ ধরার সময় বিপুল বিশ্বাস নামের এক জেলের জালে আটকা পড়ে এ জলজ প্রাণীটি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুশুকটির ওজন আনুমানিক ১০ কেজি। তবে জালে আটকা পড়ার কিছুক্ষণ পরই এটি মারা যায় বলে দাবি করেছেন জেলে বিপুল বিশ্বাস। তিনি জানান, প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ জালে ভারী কিছু অনুভব করেন। প্রথমে মনে করেছিলেন বড় কোনো মাছ, কিন্তু জাল তুলে দেখতে পান এটি একটি শুশুক। এরপর সেটিকে বাড়িতে নিয়ে আসলে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুশুকটি দেখার জন্য শত শত উৎসুক মানুষ ভিড় করে তাঁর বাড়িতে।

স্থানীয় ষাটোর্ধ্ব বাসিন্দা গোবিন্দ চন্দ্র জানান, “বহু বছর আগে গড়াই নদীতে মাঝে মাঝেই শুশুক দেখা যেত। কিন্তু এখন একেবারেই দেখা মেলে না। অনেকদিন পর আবার শুশুক দেখা গেল, তবে দুঃখজনকভাবে এটি মারা গেছে।”

এ বিষয়ে শৈলকুপা উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন বলেন, “ঘটনাটি শুনেছি। সাধারণত এই প্রাণীটি মিঠাপানির ডলফিন প্রজাতির শুশুক নামে পরিচিত। পদ্মা নদীতে এমন শুশুক প্রায়ই দেখা যায়। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে গড়াই নদীতে এটি এসে পড়েছিল।”

উল্লেখ্য, শুশুক বা মিঠাপানির ডলফিন বাংলাদেশে একটি সংরক্ষিত ও বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে চিহ্নিত। এমন প্রাণী ধরা পড়লে পরিবেশ ও প্রাণিবৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা অবহিত করা প্রয়োজন।

#ঝিনাইদহ #শৈলকুপা #শুশুক #গড়াই_নদী #মিঠাপানির_ডলফিন #বিপন্ন_প্রাণী #বাংলাদেশ_বন_বিভাগ #জীববৈচিত্র্য

🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊