রূপান্তরের আয়োজনে ঝিনাইদহে জেলা পর্যায়ে সক্রিয় কর্মীদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রূপান্তর সংস্থা কাজ করে যাচ্ছে সুইজারল্যান্ড সরকারের সহায়তায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায়।

এই প্রকল্পের অংশ হিসেবে ৩ জুন ২০২৫, সকাল ১০টায়, ঝিনাইদহ শহরের সৃজনী ফাউন্ডেশনের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয় জেলা সক্রিয় কর্মীদলের ত্রৈমাসিক সমন্বয় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মুন্না বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশন-এর সাইকোসোশাল কাউন্সেলর জনাবা মরিয়ম খাতুন।

সভায় সভাপতিত্ব করেন আশ্বাস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম বাবু, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিটিপি সদস্য সোহানা।

উপস্থিত সিটিপি সদস্যরা মহেশপুর, সদর ও কোটচাঁদপুর উপজেলায় তাদের কার্যক্রম ও অভিজ্ঞতা ভাগ করে নেন। তাঁরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, মানব পাচার থেকে ফিরে আসা সারভাইভারদের সনাক্তকরণ, সেবা নিশ্চিতকরণ ও সচেতনতামূলক কার্যক্রমের জন্য তিন মাসের একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর অনন্যা বিশ্বাস এবং প্রোগ্রাম অফিসার আল মামুন।

এই সভা মাঠপর্যায়ের কর্মীদের অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিতভাবে কাজ করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊