মাত্র ১২০ টাকায় স্বপ্ন পূরণ, ঝিনাইদহের ২৫ তরুণ-তরুণীর পুলিশে চাকরি

Uncategorized আন্তর্জাতিক আবহাওয়া ইতিহাস ইবি ক্যাম্পাস কালীগঞ্জ কোটচাঁদপুর খেলাধুলা চাকরি জাতীয় ঝিনাইদহ সদর ঝিনুক সংবাদ ধর্ম ও জীবন ফটো গ্যালারি ফেসবুক কর্ণার বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন ব্রেকিং নিউজ ভিডিও গ্যালারি মহেশপুর লাইফ স্টাইল শিক্ষা শৈলকুপা সারাদেশ সাহিত্য ও সংস্কৃতি স্থানীয় হরিনাকুন্ডু
Spread the love

স্টাফ রিপোর্টার, রেডিও ঝিনুক

ঘুষ বা তদবির ছাড়াই শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঝিনাইদহের ২৫ তরুণ-তরুণীর স্বপ্ন পূরণ হয়েছে। মাত্র ১২০ টাকা খরচ করে তারা পেয়েছেন বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ পুলিশ লাইন্সে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর অনেকেই খুশির অশ্রুতে ভেঙে পড়েন। পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান নবনিযুক্তদের।

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার দারিয়াপুর গ্রামের তরুণ তুষার আহমেদ জানান, শৈশবে পিতৃহারা হয়ে স্বপ্ন ভেঙে গিয়েছিল তার। তবে জানতে পারেন, পুলিশে চাকরি পেতে ঘুষ লাগে না। আবেদন করেন, সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে চাকরি পান। আনন্দে তিনি বলেন, “আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন। দেশের জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করে যাব।”

জেলা পুলিশ জানায়, এ বছর পুলিশের কনস্টেবল নিয়োগে গত ১০, ১১ ও ১২ জুলাই মোট ১ হাজার ৮৮০ জন প্রার্থী প্রাথমিক পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হন ২৭৯ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৪ জন, আর শেষ পর্যন্ত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২৫ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।

পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বলেন, “পুলিশ মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী শতভাগ স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ সম্পন্ন করা হয়েছে। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে প্রক্রিয়া শেষ করেছি।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *