দুই দিনব্যাপী কনটেন্ট ডেভেলপমেন্ট প্ল্যানিং কর্মশালা শেষ

ঢাকা: প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবিলা, ডিজিটাল উন্নয়নে কমিউনিটি রেডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা শীর্ষক দুই দিনব্যাপী কনটেন্ট ডেভেলপমেন্ট প্ল্যানিং কর্মশালা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শেষ হয়েছে।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর আয়োজনে কর্মশালাটি গত বুধবার রাজধানীতে শুরু হয়। দেশের নয়টি কমিউনিটি রেডিও স্টেশন থেকে ১৮ জন সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার ও স্টেশন ম্যানেজার এতে অংশ নেন।

বিএনএনআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা শ্রোতা-কেন্দ্রিক অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির কৌশল শিখেছেন। এসব কৌশল প্রযুক্তিনির্ভর জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন ত্বরান্বিত করবে।

কর্মশালাটি বিএনএনআরসি’র ‘Strengthening Resilience against Technology Facilitated Gender Based Violence (TFGBV) and Promoting Digital Development’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

অংশগ্রহণকারী রেডিও স্টেশনগুলো হলো—কমিউনিটি রেডিও নলতা (সাতক্ষীরা), লোকবেতার (বরগুনা), পল্লীকণ্ঠ (মৌলভীবাজার), সাগরগিরি (চট্টগ্রাম), চিলমারি (কুড়িগ্রাম), ঝিনুক (ঝিনাইদহ), মেঘনা (ভোলা), সাগরদ্বীপ (নোয়াখালী) ও সারাবেলা (গাইবান্ধা)।

কর্মশালার উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। সমন্বয় করেন উন্নয়ন পরামর্শক রেহান উদ্দিন রাজু। প্রথম দিনের আলোচনায় ছিলেন—ইউএনএফপিএ’র জেন্ডার অ্যান্ড হিউম্যান রাইটস ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আবু সাঈদ সুমন, আইসিএনএল-এর লিগ্যাল কনসালট্যান্ট শারমিন খান, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর ইমাম হোসেন এবং রেডিও স্বাধীনের হেড অব প্রোগ্রাম শাকিল আহমেদ।

দ্বিতীয় দিনে আলোচনায় ছিলেন—সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মুবাশশিরা হাবিব খান, রেডিও বিশেষজ্ঞ আমীন আল রশীদ ও শাহনাজ শারমিন।

সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর যুগ্ম সচিব ও পরিচালক আনোয়ার হোসেন। পরবর্তীতে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয় এবং সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊