ঝিনাইদহ জেলা পুলিশের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত – তিনজন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান

২৯ জুন ২০২৫, রবিবার — ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এক আবেগঘন অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম তিনজন গর্বিত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দিয়ে তাঁদের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “এই পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “অবসরের মাধ্যমে কর্মজীবনের একটি অধ্যায় শেষ হলেও, তাঁদের অভিজ্ঞতা ও সততা আগামীর পথপ্রদর্শক হবে নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জনাব মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল জেলার সকল থানার অফিসার ইনচার্জ ডিআইও-১, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, অফিসার এবং ফোর্সবৃন্দ

#ঝিনাইদহপুলিশ #বিদায়সংবর্ধনা #বাংলাদেশপুলিশ #অবসরপ্রাপ্তসদস্য #JhenaidahPolice #PoliceFarewell2025 #মানবিকপুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊