ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীদের ব্যবহারিক কার্যক্রমের অংশ হিসেবে স্থাপন করা হয়েছে ফলজ বৃক্ষের জার্মপ্লাজম সেন্টার। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুর ১২টায় আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি।
অনলাইনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকার পরিচালক (প্রশিক্ষণ উইং) মো. বেলাল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ খামারবাড়ির উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাসান ওয়ারিসুল কবীর, শিক্ষক মণ্ডলী এবং বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপপরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, “বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যাও অত্যন্ত জরুরি, যেন গাছগুলো বেড়ে উঠে পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেনের উৎস হিসেবে ভূমিকা রাখতে পারে।”
অধ্যক্ষ মো. হাসান ওয়ারিসুল কবীর জানান, “এ কর্মসূচি শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। শুধু ব্যবহারিক কাজ নয়, এটি শিক্ষার্থীদের মানবিকতারও বহিঃপ্রকাশ।”
কর্মসূচির উদ্বোধনে রোপণ করা হয় একটি আঠা মুক্ত বারোমাসি কাঠাল গাছ। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নারিকেল, সুপারি, তাল, মিষ্টি তেঁতুলসহ অর্ধশতাধিক জাতের মোট ১২ শতাধিক ফলজ গাছের চারা রোপণ করেন।