ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কানা পুকুরিয়া নামক স্থানে আজ (শনিবার) সকালে এক গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত নারীর নাম বন্যা (২৪)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার পোড়হাটি ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে পথচারীরা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে ‘বাবা’ নামে সংরক্ষিত নম্বরে ফোন করেন। পরে পরিবারের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে সন্দেহ করলেও, পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিবার সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে বন্যার বিয়ে হয় কুষ্টিয়ার শেখপাড়া এলাকার সোহান মন্ডলের সঙ্গে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।
তবে পারিবারিক সূত্রে অভিযোগ, স্বামী সোহান মন্ডলের পরকীয়ার কারণে গত দুই বছর ধরে তাদের দাম্পত্য জীবনে অশান্তি বিরাজ করছিল। এতে বন্যা প্রায়ই মানসিক চাপে ভুগছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার এক কর্মকর্তা জানান, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। আপাতত এটি সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে প্রকৃত ঘটনা জানতে মরদেহের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।”
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ
আপনার মতামত লিখুন :