ঝিনাইদহ সদর হাসপাতালের হিমঘর | ছবিঃ রেডিও ঝিনুক

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সন্তানসহ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

জাতীয় ঝিনুক সংবাদ সারাদেশ স্থানীয়
Spread the love

নিউজ ডেস্ক

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারী ও তার ৬ বছর বয়সী সন্তান নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শীতলীডাঙ্গা গ্রামের সোহেল রানার স্ত্রী রুপা খাতুন (২৫) এবং তাঁদের ছেলে সোয়াদ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুপা খাতুন তার বাবার বাড়ি বড় গাবলা থেকে ইজিবাইকে করে শ্বশুরবাড়ি শীতলীডাঙ্গা ফিরছিলেন। পথে চাঁদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুপা নিহত হন। গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

রুপার স্বামী সোহেল রানা জানান, ‘গতকাল রুপা ডাক্তার দেখাতে ঝিনাইদহে গিয়েছিল। আজ বিকেলে বাড়ি ফেরার কথা ছিল। খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি, আমার স্ত্রী আর নেই। পরে আমার ছেলেও মারা যায়।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন বলেন, ‘রুপাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ছেলে সোয়াদকে ভর্তি করা হলেও পরবর্তীতে সে মারা যায়।’

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ‘দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ইজিবাইকটি হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *