ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাতীয় ঝিনাইদহ সদর ঝিনুক সংবাদ স্থানীয়
Spread the love

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ

ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের আয়োজনে, সুইজারল্যান্ড এম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ২৩ এপ্রিল বুধবার দুপুর ১টায় সদর উপজেলার হলিধানি মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে মানবপাচার বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মধ্যে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। “মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসনে সচেতনতাই যথেষ্ট” বিষয়ক বিতর্কে অংশ নেয় দুটি দল, যেখানে পক্ষ দল বিজয়ী হয়।

বিতর্ক শেষে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। কুইজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলফাজ উদ্দিন বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, আশ্বাস প্রকল্প ঝিনাইদহের প্রোগ্রাম অফিসার মো. আল মামুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর অনন্যা বিশ্বাসসহ স্থানীয় মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীবৃন্দ।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা মানবপাচার প্রতিরোধে সচেতন থাকার শপথ গ্রহণ করে ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *