ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফারদিন আহমেদ মারুফ,স্টাফ রিপোর্টার,রেডিও ঝিনুক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে সদ্য অনুমোদিত সদর উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং ন্যায়ের ভিত্তিতে গড়ে উঠা একটি আদর্শ সমাজ বিনির্মাণে ছাত্র সমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তব্যে তারা বলেন, “ঝিনাইদহ সদর উপজেলার সরকারি-বেসরকারি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুর্নীতি নির্মূল করতে হলে ছাত্র সমাজকে জাগ্রত হতে হবে।”

ছাত্র প্রতিনিধিরাও অনুষ্ঠানে আগামী দিনের বাংলাদেশ গঠনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব মোঃ সাইদুর রহমান।
এছাড়াও নবগঠিত সদর উপজেলা কমিটির আহ্বায়ক সোহাগ আহম্মেদ শুভ, সদস্য সচিব মোঃ আব্দুল হাকিম,
মুখ্য পাত্র মোছাঃ তাহমিনা ইবনে হাসিম,
ও মুখ্য সংগঠক মোঃ জুনায়েদ আহম্মেদ রাজু সহ ইউনিয়ন পর্যায়ের ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বৈষম্যহীন ও স্বচ্ছ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি জোর দেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊