ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—পশ্চিম বিষয়খালী গ্রামের মিরাজুল ইসলাম (২৪) এবং ভবানীপুর গ্রামের অলিয়ার রহমান (৫২)। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সদর উপজেলার গান্না ও মহারাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ধান কাটার কাজে মাঠে গিয়েছিলেন মিরাজুল ইসলাম। সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, একই সময় মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে মাঠে ধান গোছানোর কাজে ব্যস্ত ছিলেন অলিয়ার রহমান। বজ্রপাত শুরু হলে তিনিও গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক খালিদ হাসান। তিনি বলেন, “দুইজনই বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊