স্টাফ রিপোর্টার, রেডিও ঝিনুক:
এইচএসসি (HSC) পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মসূচি শুরু হয়ে একটি ভিক্ষুক মিছিল আকারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবির পক্ষে স্লোগান দেন:
“এইচএসসি এর পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই – বৈষম্যে ঠাঁই নাই।”
“ডিপ্লোমা নয়, চাই স্নাতক ডিগ্রি সমান মর্যাদা।”
বক্তারা বলেন, নার্সিং পেশাকে সম্মানজনক অবস্থানে নিতে হলে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও মর্যাদার সঙ্গে সমতা প্রতিষ্ঠা জরুরি। বর্তমানে অন্যান্য ডিপ্লোমা কোর্স স্নাতক সমমানের স্বীকৃতি পেলেও, নার্সিং শিক্ষার্থীরা সেই স্বীকৃতি থেকে বঞ্চিত, যা একধরনের বৈষম্যের জন্ম দিচ্ছে।
এই দাবির প্রেক্ষিতে তারা দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমানের স্বীকৃতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :