ঝিনাইদহ প্রতিনিধি | ২ জুলাই ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র বা “জুলাই সনদ”-এর দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও গণসমাবেশ করেছে ‘জুলাই রেভুলোশন এলায়েন্স’।
আজ বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
সমাবেশ শুরুর আগেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে পায়রা চত্বরে জড়ো হতে থাকেন। প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্রটি।
এ কর্মসূচির নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শৈলকূপা শাখার যুগ্ম আহ্বায়ক হৃদয় আহমেদ।
সমাবেশে আরও বক্তব্য দেন—
সাইদুর রহমান – সদস্য সচিব, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
নাইমুর রহমান – আহ্বায়ক, ইসলামী ছাত্র আন্দোলন
মোছা. রত্না খাতুন – সদস্য সচিব, জুলাই রেভুলোশন এলায়েন্স
হুমায়ুন কবির – কেন্দ্রীয় সংগঠক, জাতীয় যুবশক্তি
বক্তারা অভিযোগ করে বলেন,
“গণ-অভ্যুত্থানের ১১ মাস পার হয়ে গেলেও আমরা এখনো কোনো সনদ পাইনি। অথচ এই সময়ের মধ্যেই অন্তত ১১ বার জুলাই সনদ ঘোষণা করা যেত।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,
“আমরা যদি জুলাই সনদ না পাই, তাহলে কাউকে শান্তিতে থাকতে দেবো না। প্রয়োজনে আবারও রাজপথে নামবো, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরবো না।”
বক্তব্যে আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সরকারকে সম্মান জানানোর আহ্বান জানান।
#জুলাইসনদ #ঝিনাইদহ #ছাত্রআন্দোলন #জুলাইরেভুলোশন #পায়রাচত্বর #বিক্ষোভ #গণসমাবেশ #BangladeshStudentProtest #JhenaidahNews #JulyMovement
আপনার মতামত লিখুন :