ঝিনাইদহে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২ ঘণ্টার কর্মবিরতীতে বিচার বিভাগীয় কর্মচারীরা

সদর প্রতিনিধি,রেডিও ঝিনুক
ঢাকা থেকে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ২ ঘণ্টার কর্মবিরতী পালন করেছেন ঝিনাইদহের বিচার বিভাগীয় কর্মচারীরা।

গত সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঝিনাইদহ জেলা আদালত প্রাঙ্গণে এ কর্মবিরতী পালন করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ শাখার সদস্যরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক আসাফ উদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, তাদের দুইটি ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে।
প্রথমত, বিচার বিভাগীয় কর্মচারীদের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১ম থেকে ৬ষ্ঠ স্কেলের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডে উন্নীতকরণ এবং
দ্বিতীয়ত, ব্লক পদগুলো বিলুপ্ত করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নতুন পদ সৃজন করা।

তারা বলেন, “আমরা বছরের পর বছর ধরে একই পদে চাকরি করেও কোনো পদোন্নতি পাইনি। অথচ আমাদের কাজের পরিধি এবং দায়িত্ব ক্রমাগত বেড়েছে। তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি—এ বিষয়ে সুদৃষ্টি দেওয়া হোক এবং আমাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা হোক।”

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় একই সময়সীমায় কর্মবিরতী পালন করছেন বিচার বিভাগীয় কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊