ঝিনাইদহে কিশোর গ্যাং নির্মূলের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ


প্রকাশের সময় : মে ৪, ২০২৫, ৫:২৯ পূর্বাহ্ণ
ঝিনাইদহে কিশোর গ্যাং নির্মূলের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ

 

স্টাফ রিপোর্টার,রেডিও ঝিনুক

কিশোর গ্যাং, মাদক ও মোবাইল গেম আসক্তি থেকে কিশোরদের দূরে রাখতে ঝিনাইদহে আয়োজিত হলো এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার (২ মে) বিকেল ৫টায় শহরের নিউ একাডেমী স্কুল মাঠে আয়োজিত এই খেলায় অংশ নেন আরাপপুর এলাকার সিনিয়র ও জুনিয়র একাদশের খেলোয়াড়রা।

গোলশূন্য উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ মুহূর্তে গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ২-১ গোল ব্যবধানে জয় লাভ করে আরাপপুর সিনিয়র একাদশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি বিশ্বাস। খেলা শেষে তিনি বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।”

তিনি আরও আশ্বাস দেন, “নিয়মিত খেলাধুলার মাধ্যমে কিশোররা শুধু সুস্থ থাকবেই না, বরং দেশের উন্নয়নেও তারা হবে গুরুত্বপূর্ণ অংশীদার।”