ঝিনাইদহের শৈলকুপায় ভাড়া চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টাস
ঝিনাইদহের শৈলকুপায় ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ধাওড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে। বাকিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে দুই যাত্রীর কাছ থেকে ভাড়া নেওয়া নিয়ে ধাওড়া গ্রামের ভ্যানচালক আরব আলী ও রবিউল ইসলামের মধ্যে হাতাহাতি হয়। তারা স্থানীয় আইয়ুব মণ্ডল ও স্বপন মণ্ডলের সমর্থক। এর জের ধরে পরদিন সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, “ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।”

#ঝিনাইদহ #শৈলকুপা #সংঘর্ষ #ভ্যানভাড়া #News #Jhinaidah #Radiojhenuk #রেডিওঝিনুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊