‘জীবনকে ভালোবাসুন, আত্মহত্যাকে না বলুন’: ঝিনাইদহ সদরে বিশেষ উঠান বৈঠক ও পুনর্বাসন কার্যক্রম

স্টাফ রিপোর্টার,রেডি ঝিনুক
‘জীবনকে ভালোবাসুন, আত্মহত্যাকে না বলুন’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ৯ নং পোড়াহাটি ইউনিয়নে আত্মহত্যা প্রতিরোধে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ঝিনাইদহের উদ্যোগে, উপজেলা প্রশাসন ঝিনাইদহ সদরের আয়োজনে এবং তথ্য আপা প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই বৈঠকে আত্মহত্যার শিকার পরিবারের সদস্য এবং আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তিদের সাথে খোলামেলা আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সম্মানিত জেলা প্রশাসক,জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি বলেন, “জীবনের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও জানান, আত্মহত্যা একটি সামাজিক সমস্যা এবং একে প্রতিরোধে সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

এই অনুষ্ঠানে নারী পুনর্বাসনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়, যাতে তারা স্বনির্ভর হতে পারেন এবং জীবনে নতুনভাবে এগিয়ে যেতে পারেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, তথ্য আপা প্রকল্পের প্রতিনিধিরা ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উঠান বৈঠকটি আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির একটি কার্যকর উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊