জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: উত্তীর্ণ ৪ লাখ ৬০ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটিভ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, এ বছর মোট ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছে ৫০-এর অধিক নম্বর, আর ৬৬.৭২ শতাংশ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৫০-এর নিচে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। যেসব শিক্ষার্থী অনার্সে সুযোগ পাবে না, তারা পাস কোর্স, কারিগরি বা অন্যান্য শাখায় ভর্তি হতে পারবে বলে জানান উপাচার্য।

তিনি আরও বলেন,
“অতীতে ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা ভর্তি হতো বলে অনেকেই আমাদের মানহীন বলতেন। কিন্তু এবার আমরা ভর্তি পরীক্ষা নিয়ে দেখিয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মেধার ভিত্তিতে ভর্তি হয়। এটি একটি নতুন যুগের সূচনা।”

উল্লেখযোগ্যভাবে, দশ বছর পর এই শিক্ষাবর্ষেই প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও শীর্ষ কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊